উত্তরদিনাজপুর

একটি বড় মাপের বিরল প্রজাতির পেঁচা উদ্ধার ইসলামপুরের ছৌসিয়া এলাকায়

একটি বড় মাপের বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ছৌসিয়া এলাকায়। বৃহস্পতিবার সকালে এলাকার এক মহিলা দেখতে পাই তার বাড়ির পাশের মাঠে বেশ কয়েকটি কাক একটি জ্যান্ত প্রানীকে ঠকরে ঠকরে খাচ্ছিল। উৎসাহতা বসত ওই মহিলা দেখতে গিয়ে দেখে একটি বড় মাপের পেঁচাকে কাক গুলি ঠকরাছে।  এরপর এলাকার মানুষদের সহযোগিতায় পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধার করে আনার পর পেঁচাটিকে একটি খচার মধ্যে আটকে রাখা হয়। সাধারণত পেঁচারা  দিনের আলোতে দেখতে পায়না বলে সে মাঠে পরে ছিল সেই কারনেই কাকগুলি পেঁচাটিকে ঠোকরাছিল। গ্রামবাসীরা জানান পেঁচাটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। বড় মাপের পেঁচা উদ্ধারের ঘটনা জানাজানি হতেই এলাকার লোকেরা পেঁচাটিকে দেখতে ভির জমায়। পড়ে বন দপ্তরের আধিকারিকরা এসে পেঁচাটিকে নিয়ে যায়।